কঠোর অবস্থানে কাজিপুরে উপজেলা প্রশাসন ১০ জনের অর্থদন্ড

S M Ashraful Azom
0
কঠোর অবস্থানে কাজিপুরে উপজেলা প্রশাসন ১০ জনের অর্থদন্ড



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে চলমান কঠোর লকডাউন   মানাতে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ১০টি মামলায় ১০ জনকে বিভিন্ন অঙ্কে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘাই, ছালাভরা, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, সোনামুখী, মাথাইলচাপড় ও আলমপুর চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, জনসমাগম করা ও দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন অঙ্কে মোট ৫ হাজার টাকা অর্থদÐ দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিধি নিষেধ মানার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে। 
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top