জামালপুর সংবাদদাতা : জামালপুরে লকডাউনের প্রথম দিনে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। সকাল থেকেই জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে।
জেলা-উপজেলার বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। রাস্তার বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত স্থাপন করা হয়েছে।
এছাড়া বিনা কারণে কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
জামালপুরে লকডাউনের প্রথম দিনে ৩২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ১৬জনকে আটক করার খবর পাওয়া গেছে।
কঠোর লকডাউন চলাকালে বকশীগঞ্জে ১৬, দেওয়ানগঞ্জে ১৩ এবং মেলান্দহে ৩জনসহ মোট ২৯জনকে পৃথক পৃথক জরিমানা করা হয়। অপরদিকে বকশীগঞ্জেই ১৬জনকে আটকের খবর পাওয়া গেছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।