রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলার আসামীদের মারধরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীসহ ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টায় উপজেলার আনারপুর দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আপহরণের পর ধর্ষণ মামলা আপোষ মিমাংসার টাকার বিষয় নিয়ে এই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় বাদি পক্ষ থেকে শনিবার বিকেলের দিকে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকা থেকে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে একই এলাকার আনারপুর দহপাড়া গ্রামের আকাশ, শামীম ও মোতালেব নামে তিন বন্ধু অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদি হয়ে ওই তিন জনের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারী ধুনট থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান আসামী আকাশকে (২৭) বগুড়া শহর থেকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। আসামী আকাশ ২০ জুন আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদি পক্ষের সাথে মামলা আপোষ মিমাংসার চেষ্টা চালায়। এক পর্যায়ে ২৫ জুন ২ লাখ টাকায় মামলা আপোষের সিদ্ধান্ত হয়।
এই টাকা লেনদেন নিয়ে শনিবার দুপুরে আসামী পক্ষের সাথে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামী ও তার লোকজনের মারধরে স্কুলছাত্রীসহ তার মা, খালা ও নানি আহত হয়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় স্কুলছাত্রীর নানি বাদি হয়ে আসামী পক্ষের আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ধুনট থানার এসআই ও ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার তিন আসামীর বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগ পত্র তৈরী করা হয়েছে। দুইএক দিনে মধ্যে অভিযোগ পত্র আদালতে পাঠানো হবে। মামলা আপোষ মিমাংসার বিষয়ে আমার সাথে কোন কথা হয়নি। তবে মামলার বাদি পক্ষকের কাউকে মারপিটের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।