কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে কাজীপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ওই দিনই বিকেলে সিরাজগঞ্জ সদর সার্কেলের পুলিশ সুপার হাসিবুল আলম ও গোয়েন্দা বিভাগের একটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পলাশপুরের দক্ষিণে জিরো পয়েণ্ট এলাকায় যমুনা নদীতে এক যুবতীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে মধ্য বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য বিকেলে মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।