আজ বিকালে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান

S M Ashraful Azom
0
আজ বিকালে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান



সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা প্রতিরোধী টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আজ শনিবার বিকালে ঢাকায় আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া তিনটার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো উড়োজাহাজ টিকাগুলো নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ সময় বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার চালান গ্রহণ করবেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত থাকারও কথা রয়েছে। 

এর আগে, জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের কার্গো উড়োজাহাজটি টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেবে জাপান। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top