ধুনটে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

S M Ashraful Azom
0
ধুনটে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার



রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফি পাপ্পু (৩৭) ও জসমত আলীর ছেলে মনোয়ার হোসেন জয় (২৭)।

রবিবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাত ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধুনট-সোনাহাটা সড়কের পাকুড়িহাটা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, পাপ্পু ও জয় এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা ও সেবন করে আসছে। এর আগে পুলিশের হাতে কয়েক দফা গ্রেফতার হয়েছে। কিন্ত কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আবার তারা মাদকের সাথে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে পকুড়িহাটা ব্রীজ এলাকায় হেরোইন বিক্রয়ের সময় খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।    

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাপ্পু ও জয়কে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top