উল্লাপাড়া প্রতিনিধি: রোববার উল্লাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম দিবস পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতার জীবন ও আদর্শের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
উল্লাপাড়ায় বঙ্গমাতার ৯১ তম জন্মদিন পালিত
আগস্ট ০৮, ২০২১
0
ট্যাগস
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।