স্মরণ সভা: মান্নান কমান্ডার
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এস.এম. আঃ মান্নানের স্মরণ সভা ১৬ আগস্ট বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও শফিকুল ইসলাম, মেলান্দহ আ’লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সাবেক নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি মোখলেসুর রহমান মুক্তা, প্রয়াত মান্নানের ছেলে মোশারফ হোসেন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রয়াত কমান্ডার মান্নানসহ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।