রৌমারীতে ভ্যাকসিন সংকট নিয়ে আগ্রহীদের ধস্তাধস্তি

S M Ashraful Azom
0
রৌমারীতে ভ্যাকসিন সংকট নিয়ে আগ্রহীদের ধস্তাধস্তি



শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনকৃত আগ্রহী জনসাধারনরা হাসপাতালে উপচেপড়া ভীর জমায়। এক পর্যায়ে তাদের মাঝে ভ্যাকসিন নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে কুড়িগ্রামের রৌমারী হাসপাতালে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও ভ্যাকসিন কার্যক্রম চালু করা হয়েছে। 

গত সোমবার হাটে-বাজারে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে এবং মঙ্গলবার ভ্যাকসিন নিবন্ধনকৃত আগ্রহী জনসাধারনদেরকে টিকা প্রদান করা হবে।

এজন্য উপজেলার ছয়টি ইউনিয়নে জনসাধারনের সুবিধার্থে ছয়টি টিকা কেন্দ্র করা হয়। 

কিন্তু যে পরিমান টিকা পাওয়া গেছে,তা বিভিন্ন বয়সের বৃদ্ধ পাশাপাশি বৃদ্ধা নারী পুরুষদের মাঝে মুহুতের মধ্যে শেষ হয়ে যায়। 

অনেকেই টিকা সহজেই পেয়েছে আবার অনেকেই কয়েকদিন ঘুরেও টিকার কাছে পৌছতে পারেননি বলেও জানান টিকা আগ্রহীরা। 

ফলে তাদের মাঝে ভ্যাকসিন নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 এবিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: ডা. আসাদুজ্জামান খান জানান যেভাবে ভ্যাকসিন পাওয়ার কথা সেটি পাওয়া যায়নি ফলে টিকা আগ্রহীরা এসে ফেরত যাচ্ছেন। 

তিনি আারো জানান যাদেরকে আমরা আজ টিকা দিতে পারলাম না তাদের জন্য টিকা আসলেই ডেকে টিকা দেওয়া হবে।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top