করোনা নিয়ন্ত্রণে ভারত ও সুইডেনের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনএফপিএ

🕧Published on:

করোনা নিয়ন্ত্রণে ভারত ও সুইডেনের চেয়ে এগিয়ে বাংলাদেশ ইউএনএফপিএ



সেবা ডেস্ক: বাংলাদেশ প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারি নিয়ন্ত্রণে সুইডেন এমনকি প্রতিবেশি দেশ ভারতের চেয়ে ভালো সক্ষমতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনএফপিএ) -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

বাংলাদেশে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন শেষে আজ পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন ইউএনএফপিএ -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি বলেন, টিকা নেয়ার ক্ষেত্রে এদেশের মানুষের সাড়া অনেক বেশি। 

পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত বলেও এই প্রতিনিধি পরিকল্পনামন্ত্রীকে জানিয়েছেন। 

তিনি বলেন, গত ৬ মাস আগে অর্থনীতিতে যে স্থবিরতা ছিল এখন তা করোনাপূর্ব অবস্থায় ফিরে এসেছে। তিনি বলেন, যা দেখছি, পূর্ণমাত্রায় চাঞ্চল্য ফিরে এসেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

,

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।