'বিডি ক্লিন' বাঁশখালী টিমের উদ্যোগে পরিস্কার পরিরিচ্ছন্ন অভিযান

🕧Published on:

'বিডি ক্লিন' বাঁশখালী টিমের উদ্যোগে পরিস্কার পরিরিচ্ছন্ন অভিযান



বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: বিডি ক্লিন বাঁশখালী উপজেলা টিমের সদস্যদের উদ্যোগে 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'  শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় শিলকূপ টাইমবাজারে ২৪তম পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করেন।

শিলকূপ টাইমবাজারে দাড়িয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। 

এ সময়ে মহামারি করোনা ভাইরাসের জন্য সবাই মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিডি ক্লিন সদস্যরা তাদের পরিষ্কার পরিছিন্ন আয়োজন করেছে।

বিডি ক্লিন বাঁশখালী উপজেলা শাখার সদস্যরা বলেন, 'শুরু হোক আমার থেকে' এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন বাঁশখালী উপজেলায় সপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা ইভেন্ট সম্পন্ন হয়েছে। 

শিলকূপ টাইম বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। 

তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ-অভ্যাস। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। 

আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচু করে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক।'

বিডি ক্লিন বাঁশখালী উপজেলা শাখা টিমের ৩০ জন সদস্য সু-শৃঙ্খল ভাবে কাজে অপরিচ্ছন্ন স্থান পরিচ্ছন্নতায় রূপ দিয়েছে। 

পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। যাতে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা না ফেলে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। আমাদের এই কর্ম সূচির মাধ্যমে বাঁশখালী উপজেলাকে ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। 

তারা পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন বাঁশখালীর পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে উপজেলা কে তুলে ধরবে দেশের মানচিত্রে।

পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে এমনটাই আশাবাদী তারা।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।