শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী
সেবা ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে।
সেটাও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। আরো কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে।
হয়তো শুধুমাত্র, সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের এই টিকা দেয়া সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, কখন, কিভাবে টিকা দেওয়া শুরু করতে পারব, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথাবার্তা চলছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।