সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

🕧Published on:

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২



সেবা ডেস্ক:  জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ দুই চোরাচালানীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আটকরা হলেন— উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে মো. আফতাব উদ্দিন (৬০) ও পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।

১৮ অক্টোবর দুপুরে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামেরপাড়া গ্রামের মো. ফরহাদের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার ও ঘটনার সাথে সম্পৃক্ত দুই চোরাচালানীকে আটক করা হয়।

এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কষ্টিপাথরের মূর্তিসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও র‌্যাবের কোম্পানি কমান্ডার জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, কষ্টিপাথরের একটি মূর্তিসহ দুই চোরাকারবারিকে র‌্যাব-১৪ থানায় হস্তান্তর করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।