বাঁশখালীতে পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু

🕧Published on:

বাঁশখালীতে পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু



শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে বাচ্চাকে গোসল করাতে গিয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।  

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নম্বর ওয়ার্ড পন্ডিতকাটা এলাকার লেদু সওদাগরের বাড়ীতে তাদের বাড়ির পুকুরেই এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পানিতে ডুবে মারা যায় ওই এলাকার লেদু সাওদাগরের বড় ছেলে মুহাম্মদ বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম (২৩) ও তার শিশু পুত্র মুহাম্মদ বোরহান উদ্দীন (১)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সকালে তাদের ছোট বাচ্চা পায়খানা করলে তাকে পুকুরে গোসল করাতে নিয়ে যায় তার মা। পুকুর ঘাটের সিঁড়ি থেকে হঠাৎ করে শিশুটি পুকুরে পড়ে যায়। 

এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে মা বাচ্চাটিকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাপ দেয়। মা সাঁতার না জানায় একই সময়ে মা-ছেলে পুকুরের পানিতে ডুবে যায়। 

পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত গোষণা করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।