পদ্মায় টানেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে জানালেন সেতুমন্ত্রী

S M Ashraful Azom
0
পদ্মায় টানেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে জানালেন সেতুমন্ত্রী



সেবা ডেস্ক: পদ্মা নদীর নাব্যতা ধরে রাখতে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিবর্তে টানেল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

সেতুমন্ত্রী বলেন, নদীতে অধিক সেতু নির্মাণ করা হলে নাব্যতা সংকট দেখা দেয়। তাই দৌলতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত আমরা সেতুর পরিবর্তে টানেল নির্মাণ করবো। 

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত আরেকটি টানেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে। সেটার কাজ প্রায় শেষের পথে।

তিনি বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে এলেঙ্গা, রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে।‌ 

চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। সিলেট মহাসড়কেরও কাজ চলছে পুরোদমে।

মন্ত্রী আরো বলেন, দেশের ৪ মেগা প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে। এগুলো উদ্বোধন করা হলে দেশের চিত্র পাল্টে যাবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top