এবার স্ত্রী’র কাছ থেকে ডিভোর্স লেটার পেলেন নোবেল
🕧Published on:
সেবা ডেস্ক: বাংলাদেশের আলোচিত-সমালোচিত সংগীত শিল্পি মঈনুল আহসান নোবেল। তার স্ত্রী মেহরুবা সালসাবিল গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেহরুবা সালসাবিল।
তিনি বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ’
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে মঈনুল আহসান নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন। এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘ডিভোর্স’।
২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল। একই বছরের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।