মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন

🕧Published on:

মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন



জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কৃষক মাঠ দিবস ১৭ নভেম্বর সকাল দশটায় হাজরাবাড়ি কুরেশ ডাক্তার বাড়িতে অনুষ্ঠিত হয়। 

বায়ার ক্রপ সাইন্স এর আয়োজন করে। হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল আলম, হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা কাজল, বায়ারের সিনয়র টেরিটরি অফিসার মিলন কুমার, ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার রাকিব হাসান,  কৃষক হযরত আলী, প্রাণি সম্পদ চিকিৎসক ওয়াজেদ আলী প্রমুখ। 

আলোচনা শেষে এরাইজ এজেড জাতের ধানের চাসাবাদের সুবিধার বিষয়ে আলোকপাত করা হয়। পরে ধান কাটা ও মাড়াই করা হয়।  

উল্লেখ্য , এ জাতের ধান ২০ দিন বন্যার পানির নিচে থাকলেও ক্ষতি হয় না। এমন কি বিঘা প্রতি ফলন হয় ৩৩ মন। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।