উল্লাপাড়ায় জাল ভোটের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার ০৭ নং পূর্ণিমাগাতি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বর পদপ্রার্থী আব্দুর রব এর কর্মী- সমর্থকরা জামিল আহমেদ এর নেতৃত্বে জাল ভোটের প্রতিবাদ করায় দৈনিক আজকের দর্পণ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ সাজ্জাদুল ইসলাম ও দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও খবর টিভির জেলা প্রতিনিধি সেলিম শিকদার এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে।
পার্শ্ববর্তী ভোট কেন্দ্রে অবস্থান কারি সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্নিমাগাতী হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।