ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে

Seba Hot News : সেবা হট নিউজ
0
ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নের একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। 

এতে করে ট্রাক চালক সামান্য আহত হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।   

স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক(মোফাজ্জল এন্টারপ্রাইজ-জামালপুর) উপজেলোর বয়ড়া বাজার থেকে কুমারিয়াবাড়ীর ব্রামনজানি বাজারে যাচ্ছিল।

পথেই লোহার বেইলি ব্রীজের উপর ট্রাকটি ওঠামাত্র বিকট শব্দে পাটাতন ভেঙ্গে নিচের খাদে পড়ে যায়। পুরাতন ওই বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের বেশি বোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। 

অথচ ওই ট্রাকটিতে৫ টনের অনেক বেশি সিমেন্ট বোঝাই ছিলো। মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পুরাতন ব্রিজ অথচ লোড ছিলো বেশি। তাই ভেঙ্গে পড়েছে। 

কাজিপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া জানান, ওই রাস্তাটি আমাদের ছিলো। কিন্তু জামালপুর সওজ এখন এর দায়িত্ব নিয়েছে। তারাই বলতে পারবেন। 

সিরাজগঞ্জ সওজ এর নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, ওই ওই রাস্তার এখন জামালপুর সওজ এর। তারা এ বিষয়ে বলতে পারবেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top