ইসলামপুরে আড়াই হাজার প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

Seba Hot News
0
ইসলামপুরে আড়াই হাজার প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার



লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২হাজার ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ও সার  বিতরণ করা হয়েছে।

কৃষকদের বন্যার পরবর্তী ক্ষতি পুষিয়ে উঠতে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে  ২ হাজার ৫শত জন, কৃষকের মাঝে জন প্রতি  ১ কেজি সরিষা, ১০কেজি ডিএফপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল। 

তিনি বলেন-প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সে লক্ষ্যে  চাষে উদ্বুদ্ধ করতে বীজ ও সার প্রণোদনা দেওয়া হচ্ছে। 

এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top