জামালপুরে গাড়িতে ট্রেনের ধাক্কা, রক্ষা পেলেন বৈজ্ঞানিক কর্মকর্তা
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন। দুর্ঘটনায় তিন জন বেঁচে গেলেও ক্ষতিগ্রস্থ হয় তাদের বহনকারী গাড়িটি।
আজ মঙ্গলবার বিকেলে শহরের বনপাড়া এলাকায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে এই দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে করে শেরপুর থেকে জামালপুর ফিরছিলেন।
ফেরার সময় জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় লেভের ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
একই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি লেভের ক্রসিং থেকে কিছুটা অদূরে ছিল।
ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ।
কিন্তু গাড়িটি সচল করতে চেষ্টা চালিয়ে যান ড্রাইভার মেগনাথ গোপ। অনেক চেষ্টা করেও গাড়ি সচল করতে না পারায় ড্রাইভার মেগনাথ গোপ পরে গাড়ি থেকে নেমে পরেন।
এ সময় ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায় এবং ট্রেনটি কিছু সময় দাড়িয়ে থাকে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তিন আরোহী।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।