জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব উদযাপিত

🕧Published on:

জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব উদযাপিত



জামালপুর প্রতিনিধি : জলবায়ু বিপর্যয় রুখতে জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হযরত শাহ জামাল (র:) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।  

এসএম ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম। 

এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, এসএম ফাউন্ডেশনের সমন্বয়ক এসকে সাদী রাসেল প্রমুখ বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, প্রতি বছর এসএম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব আয়োজন করা হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলাবায়ু বিপর্যয় রুখতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।