উল্লাপাড়ায় ১২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
উল্লাপাড়া প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নিবার্চনে উল্লাপাড়ার ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদের ১২জন চেয়ারম্যান প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
উপজেলা নিবার্চন কর্মকর্তা মাসুদ রানা জানান, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান, পঞ্চক্রোশী ইউনিয়নে আব্দুল মালেক, হায়দার আলী, নজরুল ইসলাম ও মনিজা মোমেন, বাঙ্গালা ইউনিয়নে দেলোয়ার হোসেন, কয়ড়া ইউনিয়নে মাসুদ রানা সুখন, উল্লাপাড়া সদর ইউনিয়নে আলিমুজ্জামান অলক, হাটিকুমরুল ইউনিয়নে মাসুদ রানা এবং উধুনিয়ান ইউনিয়নে রাশেদুল হাসান, আব্দুল জলিল প্রামানিক ও আনিছুর রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
আগামী ২৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলায় ইউপি নিবার্চন অনুষ্ঠিত হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।