কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ২৫০ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পেলেন শীতের কম্বল। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময়, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার এসএম হাবিবুর রহমান, সাবেক ডেপুটি কমাণ্ডার আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।