উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক দিনব্যাপী লালন স্মরণ উৎসব
🕧Published on:
রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া থেকে: সিরাজগঞ্জের উল্লাপাড়ার করোতোয়া নদীর তীর ঘেষে বিশ্ব বরেণ্য মহা সাধন ফকির লালন শাহ্ স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল লালন উৎসব।
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার বেতকান্দি লালন চর্চা কেন্দ্রের আয়োজনে অবোধ মন নামের সংগীতানুষ্ঠানের আয়োজন করে স্থানীয় লালন ভক্তবিন্দু ।
অনুষ্ঠানটি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।
লালন উৎসবে পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় লালন চর্চা কেন্দ্রের সভাপতি গুরু আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে লালনের ভাব ও দর্শন নিয়ে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাউল শিল্পীগণ।
প্রচন্ড শীতকে উপেক্ষা করে এ সময় স্থানীয় লালন ভক্তসহ দুরদুরান্ত থেকে আগত হাজারো নরনারী গভীর রাত পর্যন্ত সংগীত উপভোগ করেন।
এ উৎসবকে ঘিরে বসানো হয় গ্রামীন মেলা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।