২০২২ এর প্রথম দিন থেকেই বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী
🕧Published on:
সেবা ডেস্ক: এবা’রও স্বাস্থ্যবিধি মানা’র প্রয়োজনেই বই উৎসব হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা’র কা’রণে গত বছ’রও এ উৎসব করা যায়নি। তবে এবা’র একেবারে বছরে’র প্রথম দিন থেকেই প্রতিটি বিদ্যালয় নিজেরা
তাদে’র
সূচি নির্ধা’রণ ক’রবে- কবে কোনদিন কোন
ক্লাসে’র বই দেবে। এভাবে
তারা বছরে’র প্রথম দিন থেকেই বই
বিত’রণ ক’রবে। প্রধানমন্ত্রী আগে’র মতোই ভার্চুয়ালি কর্মসূচি’র
উদ্বোধন ক’রবেন।
শনিবা’র
চাঁদপু’র শহরে’র নিজ বাসায় কম্বল
বিত’রণ অনুষ্ঠানে সাংবাদিকদে’র প্রশ্নে’র উত্তরে এসব কথা বলেন
তিনি। নতুন বইয়ে ভুলভ্রান্তি
সম্পর্কে মন্ত্রী বলেন, আশা করি, এবা’র
ভুল কম থাকবে বা
থাকবেই না।
প্রিন্টিংয়ে
অনেক সময় ভুল হয়।
যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে,
আমরা সেগুলো শুধরে নেব।
তিনি
বলেন, এখনও ওমিক্রনে’র আশঙ্কা
আছে। পাশ্চাত্যে শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আ’র আমাদে’র দেশে
মার্চে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ আসা’র আগে কিছু বলতে
পা’রছি না।
মার্চ
এলে সংক্রমণে’র অবস্থা দেখে ক্লাস সংখ্যা
বাড়িয়ে দেওয়াসহ নানা পরিকল্পনা আছে।
আমরা সব তথ্য নিয়েছি,
সেগুলো’র বিশ্নেষণ হচ্ছে।
কোথায়
শিক্ষার্থীরা পিছিয়ে আছে সেগুলো দেখছি;
সে অনুযায়ী নতুন বছরে পদক্ষেপ
নেব।
কম্বল বিত’রণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে’র সহসভাপতি ডা. জেআ’র ওয়াদুদ টিপু, চাঁদপুরে’র পৌ’র মেয়’র জিল্লু’র ‘রহমান জুয়েল, সদ’র উপজেলা পরিষদ চেয়া’রম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়া’রম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগে’র সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ উপজেলা, পৌ’র ও ইউনিয়ন আওয়ামী লীগে’র নেতারা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।