দুদিনের সফরে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা
সেবা ডেস্ক: দুই দিনে’র স’রকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভা’রতে’র প’ররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবা’র সকালে তিনি রাজধানী’র হয’রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবত’রণ করেন।
এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে’র প’ররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। প’ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরে’র শুরু’র দিন প’ররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনে’র সঙ্গে বৈঠক ক’রবেন। পরে প’ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনে’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক’রবেন।
এছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে’র এবং প’রদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ক’রবেন তিনি।
এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদে’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ভা’রতে’র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৫ ডিসেম্ব’র তিন দিনে’র সফরে তা’র ঢাকা আসা’র কথা ‘রয়েছে। ভা’রতে’র রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দে’র এটি প্রথম বাংলাদেশ সফ’র হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।