জামালপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
🕧Published on:
মাহতাব বিল্লাহ তানি: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী ফকির নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা নায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, বিরোধপূর্ণ জমিতে রোপনকৃত সুপারি গাছ প্রতিপক্ষ মতিউর রহমান(৪৫) কেটে নেয়ার সময় আক্কাস আলী ফকির(৭০) বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।
এক পর্যায়ে আক্কাস আলী ফকিরকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় স্থানীয় জনতা প্রতিপক্ষ মতিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।