কাজিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পলাশপুর নামক পয়েন্ট থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভ্রাম্যমান আদালত এক বালু ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বুধবার ( ২২ ডিসেম্বর)বিকেল সাড়ে তিনটায় কাজিপুর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম যমুনার পলাশপুর গ্রামে অভিযান চালান।
এসময় বালু ব্যবসায়ী আরিফুল ইসলাম যমুনার তীরবর্তী স্থান থেকে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিলেন।
পরে ভ্রাম্যমান আদালত হাতেনাতে ওই ব্যবসায়ীকে ধরে ফেলে। পরে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করেন আদালত।
উল্লেখ্য “বালু উত্তোলন ও পরিবহন হুমকীতে তীররক্ষা প্রকল্প” শিরোণামে নানা পত্রিকায় সম্প্রতি একটি নিউজ প্রকাশের জেরে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।