এসপি’র প্রত্যাহারের দাবিতে জামালপুর সাংবাদিকদের মৌন মিছিল

🕧Published on:

এসপি’র প্রত্যাহারের দাবিতে জামালপুর সাংবাদিকদের মৌন মিছিল



জামালপুর সংবাদদাতা: সাংবাদিক পেটানো এবং ডিজিটাল নিরাপত্ত¡া আইনে মামলায় গ্রেপ্তারের হুমকিদাতা জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল করেছে। 

১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বকুলতলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন-জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং সাংবাদিক-মানবাধিকার কর্মী জাহঙ্গীর সেলিম প্রমুখ। 

উল্লেখ্য, ৩ ডিসেম্বর নারী পুলিশ কল্যাণ (পুনাক) মেলা আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। 

সেখানে সিনিয়র কয়েকজন সাংবাদিক ৪ ডিসেম্বর ধানুয়াকামালপুর মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে আগত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ভূমি প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালসহ বেশ ক’জন মন্ত্রী-এমপি’র আগমন করেন। 

সে কারণে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি-চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক-এটিএন বাংলার প্রতিনিধি লুৎফর রহমান পুলিশ সুপারের মতবিনিময় সভায় থাকতে পারেননি। 

এতে পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে ওই দুই সাংবাদিক নেতাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারসহ পিটিয়ে চামড়া তুলে নেয়ার হুমকী দিলে গোটা সাংবাদিক সমাজ ফুসে ওঠেছেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।