নিবন্ধন পেল বোরোতে চাষের জন্য ধানের ১০ জাত

S M Ashraful Azom
0
নিবন্ধন পেল বোরোতে চাষের জন্য ধানের ১০ জাত



সেবা ডেস্ক: চলতি বোরো মৌসুমে চাষে’র জন্য ধানে’র ১০টি জাতে’র নিবন্ধন ছাড়ক’রণে’র অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবা’র বিকেলে কৃষি মন্ত্রণালয়ে’র সম্মেলনকক্ষে জাতীয় বীজ বোর্ডে’র ১০৬তম সভায় জাতগুলো অনুমোদন পায়।

নিবন্ধন পাওয়া ধানে’র জাতে’র মধ্যে ‘রয়েছে- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত দুটি ইনব্রিড, বাংলাদেশ প’রমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি ইনব্রিড, বেস’রকারি প্রতিষ্ঠানগুলো’র মধ্যে ব্র্যাক উদ্ভাবিত একটি ইনব্রিড অন্যান্য প্রতিষ্ঠানে’র ছয়টি হাইব্রিড জাত।

সভায় কৃষি সচিব সায়েদুল ইসলামে’র বলেন, হাইব্রিডে’র ফলন বেশি। স্বল্প জমি থেকে বেশি উৎপাদনে’র জন্য কৃষি মন্ত্রণালয় এখন হাইব্রিডে’র জাত উদ্ভাবন আবাদ বৃদ্ধি’র উপ’র গুরুত্ব দিচ্ছে। এ’রই মধ্যে প্রায় ২১৮টি জাতে’র নিবন্ধন হয়েছে। এখন থেকে আরো মানসম্পন্ন দীর্ঘসময় ধরে কৃষককে লাভবান ক’রবে এমন জাত নিবন্ধনে গুরুত্ব দেওয়া হবে।

ব্রি উদ্ভাবিত ছাড়কৃত ব্রিধান ১০১ ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী ব্রিধান ১০২ জিংকসমৃদ্ধ। ট্রায়ালে ব্রিধান ১০১ এ’র গড় ফলন হেক্ট’র প্রতি .৭২ মেট্রিক টন আ’র ব্রিধান১০২ এ’র .১১ মেট্রিক টন। ব্রিধান ১০২ ধানে জিংকে’র পরিমাণ ২৫. মিলিগ্রাম/কেজি। বিনা উদ্ভাবিত বিনা ধান ২৫ ট্রায়ালে গড় ফলন হেক্ট’র প্রতি .৬৪ মেট্রিক টন পাওয়া গেছে। এটি’র চাল অতি লম্বা সরু, ভাত সাদা, ঝ’রঝরে সুস্বাদু। জীবনকাল ১৪৫দিন।

বেস’রকারি প্রতিষ্ঠানগুলো’র মধ্যে ব্র্যাক উদ্ভাবিত ব্র্যাক ধান- এ’র গড় ফলন হেক্ট’র প্রতি .৩৬ মেট্রিক টন। এটি’র দানা চিকন, সুগন্ধযুক্ত আগাম জাত। জীবনকাল ১৩৯ দিন। এছাড়া বেস’রকারি অন্যান্য প্রতিষ্ঠানে’র ছয়টি হাইব্রিড ধানে’র ফলাফল পুনরায় পর্যালোচনা করে নিবন্ধন দেওয়া হয়েছে।

কৃষিসচিব জাতীয় বীজ বোর্ডে’র চেয়া’রম্যান মো, সায়েদুল ইসলামে’র সভাপতিত্বে সভায় অন্যান্যে’র মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ে’র মহাপরিচালক (বীজ) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, অতিরিক্ত সচিব কমলা’রঞ্জন দাশ, বিএআ’রসি’র নির্বাহী চেয়া’রম্যান . শেখ মো. বখতিয়া’র, বিএডিসি’র চেয়া’রম্যান এএফএম হায়াতুল্লাহ, ব্রি’র মহাপরিচালক শাহজাহান কবী’র, বিনা’র মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top