রৌমারী ও রাজিবপুরের ইউপি নির্বাচনে স্বতন্ত্র-৩ নৌকা-২ জাপা-১

S M Ashraful Azom
0
রৌমারী ও রাজিবপুরের ইউপি নির্বাচনে স্বতন্ত্র-৩ নৌকা-২ জাপা-১



শফিকুল ইসলাম: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫ জানুয়ারী ২০২২ সালের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (ঘোড়া) প্রতীকে ৯ হাজার ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি আফজাল হোসেন বিপ্লব নৌকা প্রতীকে ৮৫৪৭ ভোট পেয়েছেন। যাদুরচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সরবেশ আলী (ঘোড়া) প্রতীকে ৬ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দি জাহিদুল ইসলাম (টেলিফোন) প্রতীকে ৫ হাজার ৮০ ভোট পেয়েছেন। শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগের মোননিত প্রার্থী নজরুল ইসলাম (নৌকা) প্রতীকে ৫ হাজার ১৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ইউনুস খাঁন ৩ হাজার ৯৭৪ পেয়েছেন। 

অপর দিকে চর রাজিবপুর উপজেলার চর রাজিবপুর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিরন ইলিয়াস (ঘোড়া) প্রতীকে ৮ হাজার ৫২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি গোলাম কিবরিয়া (নৌকা) প্রতীকে ৮ হাজার ৩১৫ পেয়েছেন। 

মোহনগঞ্জ ইউনিয়নে জাতীয় পার্টি জাপার প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল) প্রতীকে ৪ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুল সালাম তালুকদার (নৌকা) প্রতীকে ৩ হাজার ৯৭ ভোট পেয়েছেন। 

কোদালকাটি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হুমায়ুন কবীর ছক্কু (নৌকা) প্রতীকে ৪ হাজার ১৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম (ঘোড়া) প্রতীকে ৩ হাজার ১৩৮ ভোট পেয়েছেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top