কাজিপুরে সোনামুখী ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা থেকে ঋণ বিতরণ শুরু
স্টাফ রিপোর্টার: কাজিপুরের বন্দরনগরী খ্যাত সোনামুখীতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা থেকে ঋণ বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) বেলা এগারটায় এই ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেন মেসার্স মেহেনেত ট্রের্ডাসের মালিকানাধীন ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা।
এই শাখাটি প্রতিষ্ঠার এক মাসের মধ্যেই সরাসরি ব্যবসায়ীদের মাঝে স্বল্পসুদে ঋণ বিতরণ শুরু করলো। প্রথম দিন ছালাভরা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী রায়হান আলীকে সাড়ে নয়লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও মেসার্স মেহেনেত ট্রের্ডিং এর চেয়ারম্যান রানা আহম্মেদ, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।