মেলান্দহে দেড়মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের আতিকুর রহমান শিপন (২৬) এবং একই এলাকার কামরুজ্জামান পিয়াস (২৫)। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাস্ট আলহাজ্ব এম এ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৭ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। দুই জনের বিরুদ্ধে মেলান্দাহ থানায় মামলা করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।