সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেলেন যে ১৫ জন

S M Ashraful Azom
0
সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেলেন যে ১৫ জন



সেবা ডেস্ক: বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ লেখককে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। এবার ১১ বিভাগে তারা এই পুরস্কার পেলেন। 


মঙ্গলবার ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-


• কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ

• কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী

• প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন

• অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী

• নাটকে সাধনা আহমেদ

• শিশুসাহিত্যে রফিকুর রশীদ

• মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার

• বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ

• বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী

• আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো

• ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।


নির্বাচিত সবাইকে সম্মাননা স্মারকের পাশাপাশি তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top