ত্যাগী নেতারাই আসন্ন সম্মেলনে উপজেলা আ’লীগের কমিটিতে স্থান পাবে
সেবা ডেস্ক: কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় সংসদের সিরাজগঞ্জ ১ আসনের এমপি তানভীর শাকিল জয় বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি কাজিপুর উপজেলা আ,লীগের সম্মেলনে যোগ্য এবং ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন। তারা আসন্ন সম্মেলনের মাধ্যমে কমিটিতে স্থান পাবেন।
সারা বাংলাদেশের মধ্যে নৌকার ঘাঁটি কাজিপুরের দলীয় কর্মিরা সব সময়ই দলের জন্য কঠিন সময়ের পরীক্ষিত সৈনিক। আমার দাদা শহিদ ক্যাপটেন এম মনসুর আলী ও আমার পিতা মোহাম্মদ নাসিমের দেখানো পথের রড়াকু সৈনিক। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী কাজিপুরের মাটি ও মানুষকে অনেক বেশি ভালোবাসেন। সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানাতেই আমরা একটি নতুন কমিটি উপহার দিতে চাই।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলা আ,লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আ,লীগের বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে জয় এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা আ,লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হেসেন আলী হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ,লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, আবদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আ,লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামস ইলাহী অনু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, সহ প্রচার সম্পাদক শওকত আকবর প্রমূখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।