জামালপুরে রেল লাইন থেকে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

🕧Published on:

জামালপুরে রেল লাইন থেকে ব্যাংক কর্মকর্তার মৃত্যু



জামালপুর প্রতিনিধি : জামালপুরে রেল লাইন থেকে সোনালি ব্যাংক কর্মকর্তা কামরুল আলম খান (৫৪)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলজার হোসেন জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের বন্দেরবাড়ী এলাকায় রবিবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। 


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা হয়। 

নিহত ব্যাক্তির নাম কামরুল আলম খান (৫৪)। তিনি সোনালি ব্যাংক জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। 


তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা এলাকায় শফিকুল ইসলাম খানের ছেলে। জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ভাড়া থাকতেন। 


লাশটি ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।#

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।