দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন

S M Ashraful Azom
0
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন
একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক

শাহেন শাহে সিরিকোট হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ (রহ:)’র একনিষ্ঠ মুরিদান ও সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার অন্যতম খেদমতগার, চট্টগ্রাম অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ারের একমাত্র পুত্র স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় দেশের প্রবীনতম সম্পাদক, এম এ মালেক সাহেব সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’ প্রাপ্তির জন্য মনোনিত হওয়ায় এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।


 জামেয়ার অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস সোলাইমান আনসারী, ফকীহ কাজী মাওলানা আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস হাফেজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, মুফাচ্ছির কাজী মাওলানা মুহাম্মদ ছালেকুর রহমান আল কাদেরী ও ইসলামের ইতিহাস বিভাগরে প্রভাষক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী প্রমূখ অভিনন্দন বার্তায় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যাতে ভবিষ্যতে দেশ-জাতি ও মাযহাব মিল্লাতের আরো বিশাল খেদমত আনজাম দিতে পারেন তার জন্য রাব্বুল আলামীনের দরবারে দোয়া মুনাজাত করেন আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top