সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট পিতা-পুত্রের মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (১৯) মৃত্যু হয়েছে।
৪ ফেব্রুয়ারি দুপুরে গোবিন্দনগর বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।