রৌমারীতে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু
শফিকুল ইসলাম: গাছের নিচে চাপা পড়ে ফুলচাঁন (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজ নামের এক কাঠ ব্যবসায়ীর ক্রয়কৃত রাস্তার গাছ প্রতিদিনের ন্যায় অন্যান্য শ্রমিকদের সাথে কাটতে যায় ফুলচাঁন।
গাছ কাটার সময় কোন কিছু বুঝে উঠার আগেই উক্ত গাছটি ফুলচাঁনের গায়ের উপর পড়লে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামের আবু সাইদ এর ছেলে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম আহমেদ জানান, তাকে হাসপাতালে আনার আগেই মারা যান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।