উলিপুরে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৩
🕧Published on:
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার বিকেলে গাঁজাসহ চারজনকে আটক করছে রংপুর র্যাব-১৩। পরে বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনাটি ঘটে, উলিপুর পৌর এলাকার রামদাস ধনিরাম পাড়ায়। উলিপুর থানার মামলা সূত্রে জানা যায়, র্যাব-১৩ রংপুরের একটি দল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।
তারা জানতে পান কয়েকজন ব্যক্তি পৌর এলাকার এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের মাঠে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছিল।
এরপর সেখানে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-তৌফিক আলম (২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মঞ্জু মিয়ার ছেলে রাকিবুল হাসান হৃদয় (২১), রামদাস ধনিরাম এলাকার এনামুল হকের ছেলে এবিএম সাঈদ (২০) ও সবুজপাড়া এলাকার নুর হক সরকারের ছেলে জীবন সরকার জাহিদ (১৯)।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।