উল্লাপাড়ায় স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জম্মদিন পালিত

🕧Published on:

উল্লাপাড়ায় স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জম্মদিন পালিত



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫তম জম্মদিন পালিত হয়েছে। 


উপজেলা স্কাউটস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কেক কর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। 


সকাল ১১ টায় পৌর শহরে কয়েক শতাধিক স্কাউট সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা স্কাউটস।  


এ সময় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন স্কাউট সদস্যরা। 


পরে এইচটি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে ১৬৫তম জম্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। আয়োজিত সকল অনুষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। 


এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের কমিশনার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সোনাতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আব্দুর রাজ্জাক প্রমুখ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।