খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আস্তানা ও অস্ত্রাগার ধ্বংস
🕧Published on:
ফাইল ফটো |
সেবা ডেস্ক: খাগড়াছড়ি’র দীঘিনালায় সেনাবাহিনী’র সঙ্গে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টে’র (ইউপিডিএফ) মধ্যে গুলিবিনিময়ে’র ঘটনা ঘটেছে। এ সময় তাদে’র গোপন আস্তানা ধ্বংস করা হয়।
নিরাপত্তা
বাহিনী’র একটি সূত্র বিষয়টি
নিশ্চিত করেছে।
গণমাধ্যমে
পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবা’র
ভো’র ৫টায় উপজেলা’র জারুলছড়ি
এলাকায় ইউপিডিএফ (প্রসীত)-এ’র ‘গোপন আস্তানায়’
সেনাবাহিনী’র দীঘিনালা জোনে’র সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
ইউপিডিএফ
(প্রসীত) এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়ে তুলে আধিপত্য
বিস্তা’র ও প্রশিক্ষণে’র ব্যবস্থা
ক’রছে-এ খবরে সেখানে
অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনী’র
উপস্থিতি টে’র পেয়ে প্রশিক্ষণ
ক্যাম্প থেকে লোকজন পালিয়ে
যায়। এ সময় ক্যাম্প
থেকে তাদে’র ইউনির্ফম, ২টি এলএমজি ওয়াই
স্টিক উদ্ধা’র করে সেনাবাহিনী।
এ ছাড়া চা’রটি ব্যারাক ও দুটি ডিউটি পোস্ট ও অস্ত্রাগা’র ধ্বংস করে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।