রৌমারীতে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
🕧Published on:
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকান্ডে সাহাদ আলীর বসতবাড়ির টিনশেড ঘর ও দুইটি ছাগলসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার দিবাগত ভোররাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা শালুর মোড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ঘরের ভিতর আগুন জ্বলে উঠলে প্রাণ রক্ষায় বাহিরে যান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয়রা কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক সাহাদ আলীর ১টি থাকার ঘর, ২ টি ছাগল ও আসবাবপত্রসহ প্রায় ২লক্ষাধীক টাকার মালামাল পুড়ে যায়।
ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কেউ দাড়ায়নি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।