কাজিপুরে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ: নবম শ্রেণির স্কুল ছাত্র গ্রেপ্তার

🕧Published on:

কাজিপুরে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ: নবম শ্রেণির স্কুল ছাত্র গ্রেপ্তার



 : সিরাজগঞ্জের কাজিপুরে এক শারীরিক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ঘটনায় আতিকুল ইসলাম লিয়ন (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (৩০ মার্চ)  বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়।


কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, স্কুল ছাত্র আতিকুল ইসলাম লিয়নের বাড়ি বগুড়া জেলার ধুনটে। সে কাজিপুরের মাইজবাড়িতে তার নানার বাড়ি থেকে পড়ালেখা করে। 


মঙ্গলবার রাতে মাইজবাড়িতে ধর্মসভা চলছিলো। এলাকার সবাই ধর্মসভা নিয়ে ব্যস্ত। শারীরিক প্রতিবন্ধি নারীর স্বামী ঘরের দরজা খুলে রেখে ধর্মসভাস্থলে যায়। রাত তিনটার দিকে বাড়ির পাশ্ববর্তী স্কুল ছাত্র আতিকুল ইসলাম লিয়ন শারীরিক প্রতিবন্ধি নারীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। 


এ ঘটনায় বুধবার দুপুরে প্রতিবন্ধি নারীর মেয়ে রাশেদা  বাদী হয়ে স্কুল ছাত্রকে আসামী করে কাজিপুর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। পরে পুলিশ স্কুল ছাত্রকে গ্রেফতার করে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।