আজ সাংবাদিক পুত্র মুনতাসির মুহিত অদ্য এর জন্মদিন
সেবা ডেস্ক : আজ দৈনিক স্বদেশ বিচিত্রা’র উপজেলা প্রতিনিধি ও সেবা হট নিউজ এর নির্বাহি সম্পাদক নূরুজ্জামান খান এর একমাত্র পুত্র মুনতাসির মুহিত অদ্য এর শুভ জন্মদিন।
সাংবাদিক নূরুজ্জামান খান এর ছেলে মুনতাসির মুহিত অদ্য এর শুভ জন্মদিনে বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভ জন্মদিনের সব ফুল, সব আনন্দ-সব হাসি মাসফুর। দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়….
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেচে থাক হাজার বছর।
সূর্যের মতন উজ্জ্বল হও, সাগরের মতন হও চঞ্চল আকাশের মতন উদার হও আর ঢেউএর মতন উচ্ছল…
মুনতাসির মুহিত অদ্য এর উজ্জল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, ও সম্মৃদ্ধি কামনান্তে তাহার পিতা-মাতা সবার দোয়া ও শুভ কামনা চেয়েছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।