শাহবাগে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ২হাজার টাকা করার দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
0
শাহবাগে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ২হাজার টাকা করার দাবিতে মানববন্ধন



 : আজ শুক্রবার (১ লা এ‌প্রিল ২০২২) সকা‌লে রাজধানী ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ও সারা দে‌শে প্রতিবন্ধী মানু‌ষের জন‌্য স‌ক্রিয় সংগঠনগু‌লো মি‌লিতভা‌বে এ মানববন্ধ‌নের আ‌য়োজন ক‌রে।


মানবন্ধ‌নে প্রতিবন্ধী ব‌্যক্তি‌দের সংগঠ‌নের নেতৃবৃন্দ আস‌ছে বা‌জে‌টে প্রতিমা‌সে ৭৫০/ টাকা হ‌তে বৃদ্ধি করে ২০০০/ টাকা করার জন‌্য সরকা‌রের প্রতি দা‌বি জানান


ক‌রোনা পরবতী এ সম‌য়ে প্রতিবন্ধী মানুষের কাজ কমে যাওয়া,দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনায়  তা‌দের এ দা‌বি যু‌ক্তিযুক্ত এবং বাস্তবসম্মত ব‌লে মানববন্ধ‌নে তু‌লে ধরা হয় । দা‌বি সম্ব‌লিত বি‌ভিন্ন ব‌্যানার,ফেস্টুন,হ‌্যান্ড‌বিলসহ বি‌ভিন্ন সংগঠ‌নের প্রায় এক হাজার( ১০০০)প্রতিবন্ধী ব‌্যক্তি  তা‌তে অংশ‌ নেন।।


উ‌ল্লেখ‌্য বিপুল প্রতিবন্ধী ব‌্যক্ত‌িদের উপ‌স্থি‌তি‌তে এ মানববন্ধন আ‌য়োজনে ছি‌লো প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), উইম্যান উইথ ডিজেবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ), ডিজেবেল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), প্রতিবন্ধী  নারীর জাতীয় কাউন্সিল (এনসিডিডব্লিউ), জাতীয় তৃণমূল  প্রতিবন্ধী  সংস্থা (এনজিডিও), বাংলাদেশ ডিজেবেল্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (বিডিডিটি), ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস), সোসাইটি অব দ্যা ডেফ এন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস (এসডিএসএল), অ্যাসোসিয়েশন অব আরবান ডিপিওস অব চিটাগাং (এইউডিসি), কমিউনিটি বেজ ডিসেবিলিটি এন্ড চাইল্ড প্রোটেকশন অরগানাইজেশেন (সিবিডিসিপিও), ডিজেবেল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (ডিডিআরসি) এসব স‌ক্রিয় সংগঠন।


এসব সংগঠ‌নের সা‌থে সংহ‌তি জা‌নি‌য়ে রাজশাহী, খুলনা, সাতক্ষীরা,  কুমিল্লা, কুড়িগ্রামসহ ক‌য়েক‌টি স্থানীয় সংগঠনগু‌লো মানববন্ধন পালন ক‌রে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top