নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ মাদক কারবারি আলী আজম ওরফে আব্দুল হাকিমকে (৩৭) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। সে ভবানীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী জানান, গত রোববার সন্ধ্যায় পৌর সদরের বাসস্ট্যান্ডে ফাতেমা ক্লিনিকের সামনে ফাঁকা জায়গায় ওই মাদক কারবারির দেহ তল্লাশি করে ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।