কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্চের কাজিপুর উপজেলার খুদবান্দি গ্রামের আবু হেলালের বাড়িতে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে।
আগুনে আধাপাকা দুটি টিনের ঘর, নগদ টাকা ও স্বর্ণের গহনা পুড়ে গেছে। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কাজিপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।এসময় বাড়িতে আবু হেলাল একা ছিলেন।
খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। এসময় তারা কিছু আগুনে পোড়া স্বর্ণের গহনা উদ্ধার করে।
কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেরুন ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘরে আগুন লেগেছে। তিনি আরও জানান, কাজিপুর ইউনিয়নের খুদবান্দি বাজারের ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ।
সংবাদ পেয়েই আমরা গিয়ে আগুন নেভানো এবং সেইসাথে আশপাশের বাড়িও সেভ রাখার জন্যে ব্যবস্থা নিয়েছি।যার কারণে বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।