বকশীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
🕧Published on:
শামিমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এবারও আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
গতকাল শনিবার (১৪ই মে ২০২২) সকাল ১১:০০টায় উপজেলার বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এবং উপজেলা নিবাহী অফিসার মুন মুন জাহান লিজা সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগড়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) তরিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা সাকাতুল ইসলাম সাকা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার আলম,নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ,এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ রেজা,বীর মুক্তিযোদ্ধা মফিজ বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ প্রমুখ।
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে এ টুর্নামেন্টে উপজেলার মোট ৮ টি দল অংশ গ্রহণ করছে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বকশিগঞ্জ সদর ইউনিয়ন বনাম নিলাখিয়া প্রতিদ্বন্দ্বীতায় বকশিগঞ্জ সদর নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে।দ্বিতীয় খেলায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ও বগারচর ইউনিয়ন এর মধ্যকার খেলায় ১-০ গোলে জয়লাভ করে ধানুয়া কামালপুর ইউনিয়ন।
আগামীকাল রবিবার এন এম উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় সকাল ১১:০০টায় অংশ নিবে শক্তিশালী বকশীগঞ্জ পৌরসভা একাদশ বনাম বাট্টাজোর ইউনিয়ন একাদশ,বিকাল ৩:০০টায় মেরুর চর ইউনিয়ন বনাম সাধুরপাড়া ইউনিয়ন একাদশ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।